মার্কেটিং ক্যারিয়ার (Marketing Career) বর্তমানে খুবই জনপ্রিয়। এ পেশায় জব পাওয়া খুবই সহজ। মার্কেটিং এর জব সব সময়ই এভেইলএভেল থাকে। তবে এত জনপ্রিয় এ পেশায় মনযোগ দিয়ে কাজ না করলে career development এ খুব একটা সুবিধা করা যায় না। তাহলে চলুন আজ জেনে নেই মার্কেটিং পেশায় উন্নতি করতে হলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে।
আপনি যদি মার্কেটিংকে পেশা হিসেবে ভেবে থাকেন তাহলে প্রথমেই জেনে নিন এর কাজ কি? এ পেশায় আপনি থাকলে কতটা career development করতে পারবেন। আজকাল বেশিরভাগ পন্যের বিজ্ঞাপন গুলোই ডিজিটাল কেন্দ্রিক যা অনলাইনের মাধ্যমে সম্পচারিত হয়।। এছাড়াও অফলাইনেও বিজ্ঞাপন চলে যেমন রেডিও, টিভি, সংবাদপত্র তবে সেগুলি (আমার মতে) উল্লেখযোগ্যভাবে কম জনপ্রিয়। তাই মার্কেটিং এ আপনার ক্যারিয়ার অনেক সময় খুব ভাল হতে পারে আবার হতাশাজনকও হতে পারে। এমনও হয় আপনার কাজে আপনার বস খুশি হয়ে আপনার প্রশংসা করছে আবার এমনও হতে পারে আপনার কাজে আপনার বস বা সহকর্মী কেউই খুশি নয়। তাই যে কোন পরিস্তিতি আপনাকে মেনে নিতে হবে। Marketing CAP একটি কথা আছে যেগুলো আপনার মার্কেটিং career development খুব সহায়ক হবে । আর তা হল
1. CREATIVITY ( সৃজনশীলতা )
2. ANALYTICS( বিচার বিশ্লেষন)
3. PSYCHOLOGY( মানসিক দক্ষতা)
মার্কেটিং ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনার মধ্যে যদি সৃজনশীলতা থেকে থাকে যে কোন বিষয় সঠিক বিচার বিশ্লেষন করার ক্ষমতা থাকে সেই সাথে যেকোন পরিস্তিতি মোকাবেলা করার মানসিক ক্ষমতা থাকে তাহলে বুঝবেন মার্কেটিং ক্যারিয়ার আপনার জন্য।
যেহেতু এখন অনলাইন মার্কেটিং খুব বেশি জনপ্রিয় এবং এটি দ্রুতই পরিবর্তন হয়ে থাকে তাই মার্কেটিং জবে কাজ করলে এই পরিবর্তনগুলো মেনে নিয়ে সেগুলো সম্পর্কে ভাল ঞ্জান রাখতে হবে। যদি একটি গবেষনা করেন এই মূহুর্তে মার্কেটিং এ কোন বিষয়টা জনপ্রিয় তাহলে আপনার career development থেকে কেউ সরাতে পারবে না। চলুন জেনে নেই মার্কেটিং এর কয়েকটি জনপ্রিয় মাধ্যম সম্পর্কে:
2. আপনার পছন্দের জায়গাটি নির্বাচন করুন:
একজন ব্যাক্তি সবকিছু জানে এ কথাটি ঠিক নয়। আপনি যে কাজে পারদর্শি ঠিক সেই কাজটিই করুন। নিজেকে কোন কিছুর সাথে তুলনা না করে বরং নিজের পছন্দ মত জায়গায় কাজ করুন। যেমন ধরুন একজন বিপনি বিতানে বসে পন্য বিক্রি করছে, কেই আবারমর্কেটে ঘুরে ঘুরে পন্য বিক্রি করছে আবার কেউ কিভাবে পন্য বিক্রি বাড়ানো যায় সে কারনে মার্কেট এনালাইসিস করছে , প্রত্যেকটা কাজই মার্কেটিং তাই আপনি যেটা পারবেন সেটাই করুন।
3. প্রশিক্ষন নিন:
মার্কেটিং ক্যারিয়ারে খুব দ্রুত ইন্নতি করতে চাইলে কিছু প্রফেশনাল কোর্স করুর। তাতে আপনি নিজেকে অনেক ডেভলব করতে পারবেনএবং নিজের মধ্যেও একটা আত্নবিশ্বস আসবে। অনলাইনের মাধ্যমেও অনেক কিছু শেখা যায় বিশেষ করে google , you tube এর মধ্যমে অনেক কিছু শেখা যায় যা থাকে বিনামূল্যে। আর টাকিার বিনিময়ে ও কিছু কোর্স করতে পারেন।
4. নেটওয়ার্কিং বা যোগাযোগের দক্ষতা:
মার্কেটিং ক্যারিয়ারে সাফল্যের মূল মন্ত্র হল নেটওয়ার্কিং বা যোগাযোগের দক্ষতা । এই বিষয়টি যার মধ্যে যত বেশি থাকবে সে তার ক্যরিয়ারে তত উন্নতি করতে পারবে। মার্কোটং এর কাজ ই হলো নেটওয়ার্ক তৈরী করে পন্যে বিক্রি বাড়ানো। তাই সবার সাথে মিশে নেটওয়ার্ক তৈরী করুন।