১৯৪৮ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে জাপানী TOYOTAকোম্পানীর Industrial Engineer গণ তাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানীর সর্বোচ্চ অপচয় রোধ করে প্রডাকশনের জন্য নতুন একটা সিস্টেম ডেভোলপ করেন যা Toyota Production System (TPS) নামে পরিচিত।
TOYOTA কোম্পানীর এই সাফল্য পশ্চিমা বিশ্বেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যা পরবর্তীতে Lean Manufacturing বা Lean Production নামে পরিচিতি পায়।
সুতরাং, Lean Manufacturing বা Lean production হচ্ছে এমন একটা সিস্টেম যা প্রডাক্টিভিটিকে সর্বোচ্চ রেখে, waste বা অপচয়কে সর্বনিম্ন পর্যায়ে রাখতে সহায়তা করে।
১৯৮০ সালে Bill Smith, Motorola কোম্পানীতে Six Sigma system প্রথম ডেভোলপ করেন।
Six Sigma হচ্ছে মূলত বিভিন্ন টেকনিকএবং টুলসের সমন্বয়ে কোন প্রসেসকে improve করার প্রক্রিয়া।
একটা উদাহরণ দেয়া যাক,
ধরি কোন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানীকে ১৮০ থেকে ১৮৫ GSM রেঞ্জের মধ্যে টি-শার্ট তৈরি করে দিতে হবে।এখন ম্যানুফ্যাচার যদি ১৮১ থেকে ১৮৪ GSM এর মধ্যে তাদের প্রডাকশনকে কন্টিউনিউ রাখে তবে এটাকে Six Sigma System বলা যায়।
অর্থাৎ ৫০% সেফটি জোনে থেকে প্রডাকশন/প্রসেস সিস্টেম।
Lean এবং Six Sigma এর মধ্যে সম্পর্ক:
Lean এবং Six Sigma এর মধ্যে সম্পর্ক নিয়ে মতামতগুলোতে কিছুটা ভিন্নতা রয়েছে।
তবে সহজ ভাষায়, Lean হচ্ছে ম্যানেজমেন্ট প্রক্রিয়ার একটি Philosophy বা দর্শন। অর্থাৎ Lean হচ্ছে কোন কাজ করার প্রক্রিয়া বা চিন্তা-ধারণা বা কাজের ডিজাইন বা কাজের অ্যারাঞ্জমেন্ট।
অপরদিকে, Six Sigma হচ্ছে একটা প্রজেক্ট যা বিভিন্নভাবে ভাগ করে বিভিন্ন টেকনিক এবং টুলসের মাধ্যমে সর্বনিম্ন অপচয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রডাক্টিভিটি নিশ্চিত করা হয়।